রামু প্রতিনিধি
রামু ক্রসিং হাইওয়ে থানা পুলিশের পৃথক অভিযানে ৬ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ দুই পাচারকারীকে আটক করেছে। গত রোববার রামু ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মোজাহেদুল ইসলাম এর নির্দেশে এসআই সোহেল রানা ও এটিএসআই আকতার এর নেতৃত্বে একদল পুলিশ চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের রাবার বাগান এলাকায় চট্টগ্রামমুখী যাত্রীবাহী মাইক্রোবাস তল্লাশি চালিয়ে ৬ হাজার ২০০ পিস ইয়াবাসহ নাইক্ষ্যংছড়ির আব্দুল গফুরের ছেলে আবদু সালাম (২০) কে আটক করে। এর আগে সার্জেন্ট শাহজাহানের নেতৃত্বে তুলাবাগান এলাকায় যাত্রীবাহী বাস তল্লাশি চালিয়ে ৭৫০ পিস ইয়াবাসহ উখিয়ার দরগার বিল এলাকার মৃত ওলা মিয়ার ছেলে মোহাম্মদ (৫০) কে আটক করতে সক্ষম হয়।