মোঃ আবছার কবির আকাশ, রোহিঙ্গা ক্যাম্প থেকে ;
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উখিয়ার পালংখালীতে অবস্থিত ময়নারঘোনা রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ বিতরণ করেন। ত্রাণ বিতরণকালে রোহিঙ্গা শিশুকে কোলে নিয়ে আদও করেন এবং শিশুটির মায়ের কাছে তাদের বর্তমান পরিস্থিতি জানতে চাইলেন।
ত্রাণ বিতরণ কালে খালেদা জিয়া বলেন, ‘রিলিফ সব সমস্যার সমাধান নয়। বাংলাদেশের পক্ষে এতো মানুষকে বেশিদিন বহন করা সম্ভব নয়।’
এরআগে, সোমবার বেলা ১১টা ২০ মিনিটের দিকে কক্সবাজার সার্কিট হাউস থেকে উখিয়ার উদ্দেশে রওনা দিয়েছেন। বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস ,বরকত উল্লাহ ভুলু ,আমির খসরু ,শামসুদ্দিন দুদু ,আফরোজা আব্বাস সহ সিনিয়র নেতারা রয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, আজকের সফরে বিএনপির চেয়ারপারসন উখিয়ার পালংখালী ইউনিয়নের ময়নারঘোনা, হাকিমপাড়া ও বালুখালী এলাকার শরণার্থী শিবিরে ত্রাণ বিতরণ করেন। সর্বশেষ তিনি উখিয়ার পানবাজার এলাকায় ড্যাব পরিচালিত মেডিকেল ক্যাম্প পরিদর্শন করে যাত্রা শেষ করেন । রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও ত্রাণ বিতরণ শেষে আগামীকাল ঢাকায় ফিরবেন খালেদা জিয়া।
খালেদা জিয়া রোহিঙ্গা শিবিরে পৌঁছানোর আগেই সকালে ১০ হাজার রোহিঙ্গা পরিবারের জন্য আনা ৪৫ ট্রাক ত্রাণসামগ্রী সেনাবাহিনীর ক্যাম্পে হস্তান্তর করেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও নজরুল ইসলাম খান।
ত্রাণ হিসেবে প্রতি পরিবার পাবে ১০ কেজি চাল, কয়েক কেজি করে ডাল ও প্রয়োজনীয় কাপড় রয়েছে। ৫ হাজার শিশুকে দুধসহ শিশু খাদ্য ও ৫ হাজার প্রসূতি মাকে গর্ভকালীন প্রয়োজনীয় খাদ্য সরবরাহ দেওয়া হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।