মো. রেজাউল করিম, ঈদগাঁও:
জালালাবাদে একই পরিবারের ৩ জনকে ছুরিকাঘাত করেছে দূর্বৃত্তরা। আহতদের একজন মানবাধিকার সংগঠনের নেতা ও অন্যজন শিক্ষক। পূর্ব শত্রুতার জের ধরে ২৯ অক্টোবর সকালে ইউনিয়নের বাহারছড়ায় হামলার এ ঘটনাটি ঘটে। আহতরা হচ্ছেন বাহারছড়া ৬নং ওয়ার্ডে হাজী নুর আহমদের পুত্র মাওলানা নাজির হোসেন (৩৫), সৌদি প্রত্যাগত মোহাম্মদ হোসেন (৩২) এবং কামাল হোসেন (২৫)। আহত নজির পূর্ব মোহনবিলা নূরানী মাদ্রাসার শিক্ষক এবং কামাল বাংলাদেশ জলবায়ু ও মানবাধিকার সংস্থার চট্টগ্রাম বিভাগীয় সভাপতি বলে স্বজনরা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শী, আহত ও স্থানীয় সূত্রে জানা যায়, ইউপি চেয়ারম্যানের নিকট বিচারাধীন একটি বিষয়কে কেন্দ্র করে মৌলানা নাজির হোসেন সকালে মাদ্রাসায় যাওয়ার পথে সশস্ত্র দূর্বৃত্তরা তার গতিরোধ করে তাকে হামলা করতে থাকে। খবর পেয়ে তার দু’সহোদর ঘটনাস্থলে যায়। এসময় ১০/১২ জনের দূষ্কৃতিকারীরা তাদেরকে উপর্যুপরী ছুরিকাঘাত করে। আহতদের স্থানীয় লোকজন ও স্বজনরা ঈদগাঁও বাজারের একটি ক্লিনিকে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাদের কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন। রাতে এ রিপোর্ট লিখার সময় তারা উক্ত হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বলে জানা গেছে। এদিকে স্থানীয় মেম্বার মোফাচ্ছেল মুফি ঘটনার খবর পেয়ে আহতদের দেখতে ঈদগাঁওর ঐ ক্লিনিকে আসেন। তিনি স্বীকার করেন, বিচারাধীন বিষয়কে কেন্দ্র করে অতর্কিত এ হামলার ঘটনাটি ঘটেছে। অভিযুক্তরা একই এলাকার বলে জানা গেছে। এ ঘটনায় ভূক্তভোগীরা মামলার প্রক্রিয়া চালাচ্ছেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।