হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ:

টেকনাফের সাবরাং ইউনিয়নের হারিয়াখালী পানিতে ডুবে মো: শাহিন (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। রবিবার ২৯ অক্টোবর বিকাল সাড়ে ৪টার দিকে হারিয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে হারিয়াখালীর জাফর আহমদের ছেলে মো: শাহিন সবার অজান্তে বাড়ির পাশের ভাঙ্গা নামক স্থানে পানিতে ডুবে যায়। বেশ খানিক্ষণ পর তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক শিশুটি মৃত বলে ঘোষণা দেন।