কামাল শিশির ,রামু(কক্সবাজার):
কক্সবাজার রামুতে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বরণ করল রামু উপজেলাবাসী । ২৯ অক্টোবর দুপুরের আগে থেকে দলীয় নেতাকর্মীসহ হাজার হাজার জনতা ব্যানার,ফেষ্টুন,ধানের ছরাসহ রামু বাইপাস চত্বরে অবস্থান নেন । দলীয় নেত্রীর আগমনকে ঘিরে দলিয় নেতৃবৃন্দদের মাঝে সাজ সাজ রব দেখা দিয়েছে । উপজেলার বাইপাস পুরো এলাকা ছেয়ে গেছে ব্যানারে ব্যানারে । দেখা যায় ,উপজেলার ঈদগড়,গর্জনিয়া,কচ্ছপিয়া,রশিদনগর সহ প্রতিটি ইউনিয়ন থেকে গাড়ীতে গাড়ীতে লোকজন এসে দলিয় নেত্রীকে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানান । বেশ ফুরফুরে মেজাজে দেখা গেছে উপজেলা বিএনপি নেতৃবৃন্দদেরকে । দীর্ঘ ৮ঘন্টা অপেক্ষোর পর দেখা মিলে দলীয় নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রীর । এতে সাধারণ কর্মীদের মাঝেও চাঙ্গা ভাব দেখা গেছে । উপজেলা বিএনপি,যুবদল,ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দরেকে রাস্তার দুদ্বারে সারিবদ্ধ ভাবে ব্যানার হাতে দাড় করিয়ে দলীয় প্রধানকে স্বাগত জানান । অপরদিকে উপজেলার রশিদ নগর,জোয়রিয়ানালা সহ আরো বিভিন্ন এলাকায় ব্যানার ও ফেস্টুনসহ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অভিনন্দন জানানো হয় । দলীয় নেত্রীকে বরণ করতে পেরে তারা খুবই আনন্দিত । জনতার ঢল নামে সাবেক প্রধানমন্ত্রীকে এক নজর দেখার জন্য ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।