সিবিএন:
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে গিয়ে মোটর সাইকেল দুর্ঘটনায় ৭ জন আহত হয়েছে। রোববার কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামুর চাবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সেখানে চার জনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
আহতরা হলো-জেলা ছাত্রদলের সহ অর্থ সম্পাদক, বিজিবি ক্যাম্প ইউনিট ছাত্রদলের সাবেক সভাপতি সাদ্দাম হোসেন, জেলা সদস্য ও বিজিবি ক্যাম্প ছাত্রদলের সভাপতি সাহেদ, শহরের ৮নং ওয়ার্ড ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. ইসমাইল, পৌরসভার ৪নং ওয়ার্ড সভাপতি সাদ্দাম হোসেন, চকরিয়া ছাত্রদলের সাবেক নেতা শাহাজান মুনির, শহরের বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমীর ৯ম ছাত্র ছাত্রদল নেতা নয়ন, ছাত্রনেতা শিমুল।
আহতদের প্রথমে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে ৪ জনকে সংকটাপন্ন অবস্থায় চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
কক্সবাজার শহর ছাত্রদলের সাধারণ সম্পাদক আল-আমিন জানান, গাড়িবহরে মোটরসাইকেল দুর্ঘটনায় ৭ নেতাকর্মী আহত হয়েছেন। ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য চমেকে পাঠানো হয়েছে।