সিবিএন ডেস্ক :
কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল বলেছেন, বর্তমান শেখ হাসিনার সরকারের সময়েই কক্সবাজার-রামুতে সবচেয়ে বেশী শিক্ষার উন্নয়ন হয়েছে। কক্সবাজারে শিক্ষার উন্নয়নে আমরা সম্মিলিত প্রচেষ্টায় নিরলসভাবে কাজ করে যাচ্ছি। বিশ্বে কক্সবাজারকে শিক্ষার নগরী হিসেবে পরিনত করতে শিক্ষকদের পাশাপাশি সকল অভিভাবকদের ও এগিয়ে আসতে হবে। উন্নত জাতি গঠনে শিক্ষার কোন বিকল্প নেই উল্লেখ করে তিনি শিক্ষার্থীদের পড়াশুনায় আরো মনোযোগী হওয়ার আহবান জানান। গত শনিবার (২৮ অক্টোবর) সদর উপজেলার ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আবু তালেব, সাধারণ সম্পাদক, কক্সবাজার জেলা পরিষদ সদস্য মাহমুদুল করিম মাদু, সোহেল জাহান চৌধুরী, ইসলামাবাদ ইউনিয়নের চেয়ারম্যান নুর ছিদ্দিকী, জেলা যুবলীগ নেতা হুমায়ুন কবির হিমু। বিদ্যালয়ের সহকারি শিক্ষক ইব্রাহিম খলিলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা সেলিম মোর্শেদ ফরাজী, মমতাজুল ইসলাম খান, যুবলীগ নেতা ওসমান সরওয়ার আলম ডিপো এমইউপি, সাইফুল ইসলাম এমইউপি, তারেক আজিজ, ছাত্রলীগ নেতা নওশাদ মাহমুদ, মিজানুল হক, রাশেদ উদ্দিন, আবু হেনা বিশাদ প্রমুখ। অনুষ্ঠানে আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সমাজসেবক, অভিভাবক, গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথি সাইমুম সরওয়ার কমল এমপিসহ অতিথিরা বিদ্যালয়ের শেখ রাসেল ভবনের শুভ উদ্বোধন করেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।