প্রেস বিজ্ঞপ্তি:
ধর্ম যার যার দেশটা সবার এই শ্লোগান নিয়েই দেশে এগিয়ে নিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে মহেশখালীতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজমান তা অনন্য দৃষ্টান্ত। আদিনাথ মন্দিরে প্রতি বছর লাখো পূণ্যার্থীর আগমন ঘটলেও কোন সময় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। যেকোন ধর্মাল্বীর উৎসবে সকল ধর্মের অনুসারিরা সহযোগীতা করতে এগিয়ে এসেছেন। আমরা এ ধরাকে অব্যাহত রেখে এগিয়ে যেতে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্লোগানকে স্থায়ী রুপ দিতে চাই। তিনি বলেন, প্রতিটা ধর্মালম্বীর নিরাপত্তা নিশ্চিত করেছে সরকার। একই সাথে ব্যাপক উন্নয়নের মাধ্যমে এগিয়ে নিচ্ছেন দেশ। যে অসাম্প্রদায়িক চেতনা নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছিল সেই চেতনা সমুন্নত রেখে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চাই। তিনি গতকাল বেলা ১২টায় আদিনাথ মন্দিরের পাদদেশে ”শ্রী শ্রী গোবর্ধন পূজা ও অন্নকূট মহোৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে এ কথা বলেন। চিত্তরঞ্জন দে’র সভাপতিত্বে অনুষ্ঠিত মহোৎসবে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল কালাম, সহকারী কমিশনার বিভীষন কান্তি দাশ, মহেশখালী থানার অফিসার ইনর্চাজ প্রদিপ কুমার দাশ, হিন্দু ধর্মী ট্রাস্টি বোর্ডের সদস্য অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন। বক্তব্য রাখেন মহেশখালী পুজা উদযাপন পরিষদের সভাপতি মাস্টার ব্রজগোপাল ঘোষ, রাধা গৌবিন্দ দাশ, চিনময় ব্রম্মচারী, কাউন্সিলর রতন কান্তি দে, সাবেক কাউন্সিলর সনজিত পাল, ডাক্তার প্রদীপ দাশ, দুলাল ভট্টাচার্য, যুবলীগের আহবায়ক সাজেদুল করিম, যুবলীগের যুগ্ম আহবায়ক এডঃ শেখ কামাল, ডাঃ রণজিত দে।
বেলা ২টায় তিনি প্রাকৃতিক দূর্যোগে নিখোঁজ হওয়া ৫১ জেলে পরিবারের মাঝে চেক বিতরণ করেন। উপজেলা পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে এতে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কক্সবাজার জেলা পরিষদ সদস্য আনোয়ার পাশা চৌধুরী, সহকারি কমিশনার ভুমি বিভিষণ কান্তি দাশ, মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার দাশ, মহেশখালী পৌরসভার মেয়র মকছুদ মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল আলম সাকিব, আওয়ামী লীগ নেতা নুরুল আলম, আওয়ামী লীগ নেতা মাস্টার এনামুল করিম জেলা ছাত্রলীগ নেতা সরওয়ার কাইচার ছিদ্দিকী সোহেল।
বিকাল ৪টায় তিনি শাপলাপুর মুকবেকীতে এক গোল্ডকাপ টুর্ণামেন্টে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। এতে বিশেষ অতিথি ছিলেন মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার দাশ। উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ও ইউনিয়ন যুবলীগের আহবায়ক সামিদুল ইসলাম, যুবলীগ নেতা মোহাম্মদ শাহজাহান।