নিজস্ব প্রতিবেদক:

মহেশখালীতে কমিউনিটি পুলিশিং ডে-১৭ উদযাপন উপলক্ষে  র‍্যালি,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ অক্টোবর বর্নাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্ভোধন করেন,মহেশখালী- কুতুবদিয়ার সাংসদ অালহাজ্ব আশেক উল্লাহ রফিক।
মহেশখালী কমিউনিটি পুলিশের উপজেলা অাহবায়ক এম, অাজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নব নির্বাচিত ককসবাজার জেলা পরিষদ সদস্য আলহাজ্ব অানোয়ার পাশা চৌং, সহকারী কমিশনার (ভূমি) বিভিষণ কান্তি দাশ, মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার দাশ, মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউ,এইচ,এফ,পি,ও ডা: সাজ্জাদ হোসেন, সসাবে মুক্তিযোদ্ধা কমান্ডার ছালেহ অাহমদ, কুতুবজোম ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোশাররফ হোসেন খোকন, হোয়ানক ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল, মহেশখালী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি দৈনিক অাজাদীর মহেশখালী প্রতিনিধি ( অনুষ্ঠানে সমাজ সেবা ও মানবাধিকারে অবদান রাখায় বিশেষ সম্মাননার জন্য মনোনীত) সাংবাদিক ফরিদুল আলম দেওয়ান, প্রেসক্লাব সভাপতি হারুনর রশিদ,সাংবাদিক যথাক্রমে মাহবুব রোকন,জয়নাল আবেদীন, এম, রমজান আলী,মুহাম্মদ তারেক, অাবুতাহের উপজেলা যুবলীগ আহবায়ক সাজেদুল করিম, উপজেলা ছাত্রলীগ অাহবায়ক ওয়াজেদ আলী মুরাদ প্রমুখ নেতৃবৃন্দ। মহেশখালী থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) একেএম শফিকূল অালম চৌং এর সঞ্চালনায় অনুষ্ঠান শেষে দ্বীপ মিউজিক ব্যান্ড এর পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কমিউনিটি পুলিশীং ডে উপলক্ষে সকালে এক বর্ণাঢ্য র‍্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। অনুষ্ঠানে মানবাধিকার ও সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় দৈনিক আজাদীর মহেশখালী প্রতিনিধি সাংবাদিক ফরিদুল আলম দেওয়ান ও কমিউনিটি পুলিশসহ  থানা পুলিশের কার্যক্রমে বিশেষ অবদান রাখায় হোয়ানক ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ মিন্নত অালীকে বিশেষ সম্মাননা স্মারক ( ক্রেষ্ট) প্রদান করা হয়।