ইফতেখার শাহজীদ, কুতুবদিয়া :

কুতুবদিয়ায় ফের সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। ২৭ অক্টোবর (শুক্রবার) দিনগত রাত আড়াই টার দিকে বিশেষ অভিযান চালিয়ে আলী আকবর ডেইল ইউনিয়নের তাবলের চর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হল তাবলের চর গ্রামের রাহামত উল্লাহর ছেলে কুখ্যাত সন্ত্রাসী জিয়াবুল আলম প্রকাশ ছইল্লা (৪২) ও একই গ্রামের মৃত আবদুল আজিজের ছেলে বশির আহমদ (৫০)।

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ২৭ অক্টোবর (শুক্রবার) দিবাগত রাত আড়াই টায় উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের তাবলের চর গ্রামে অভিযান চালিয়ে ওই এলাকার রাহমত ্্উল্লাহর ছেলে অস্ত্রমামলাসহ ৪টি মামলার পলাতক আসামী জিয়াবুল আলম প্রকাশ ছইল্লা (৪২)কে আটক করে।

ওই সময় একই গ্রামের মৃত আবদুল আজিজের ছেলে বশির আহমদ (৫০) নামে আরও এক পলাতক আসামীকে গ্রেপ্তার কওে পুলিশ। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ ৪টি মামলার রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।