মোস্তফা কামালঃ
চট্টগ্রাম-কক্সবাজার মহা সড়কের চকরিয়া উপজেলার মালুমঘাট হাই-ওয়ে পুলিশ যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে দেশে তৈরি ১০ লিটার চোলাই মদ সহ এক পাচারকারীকে আটাক করেছে।
শনিবার (২৮ অক্টোবর) বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে আটক করে। আটককৃত পাচারকারী রামু উপজেলার মিঠাছড়ি ইউনিয়নের উমখালী ধরপাড়া এলাকার মৃত সুবল ধরের পুত্র স্বপনধর ৪০ বলে জানা গেছে। মালুমঘাট হাই-ওয়ে পুলিশে কর্মরত এস.আই মোঃ সেলিম মিয়া জানান, পাচারকারী স্বপন ১০ লিটার সোলাই মদ নিয়ে কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্টগ্রাম মূখী একটি ইউনিক পরিবহনের যাত্রীবাহী বাস চট্ট-মেট্রো-ব ১১-০৯৮৮নং গাড়িতে করে পাচারের উদ্যোশ্যে চট্টগ্রাম যাচ্ছিলেন। এ ধরণের সংবাদ পেয়ে মহা সড়কের খুটাখালীর মেধা কচ্ছপিয়া এলাকায় বাসটি থামিয়ে তল্লাশি করে মদ সহ তাকে আটক করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে মালুমঘাট হাইওয়ে পুলিশফাঁড়ির আই.সি এস.আই রুহুল আমিন জানান, আটক পাচারকরীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে তাকে চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
মোস্তফা কামালা
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।