অনলাইন ডেস্ক :
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কক্সবাজার সফরকে কেন্দ্র করে মুন্সিগঞ্জের গজারিয়ার ভবেরচর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আওয়ামী লীগ-বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। এদিকে ফেনীর দাগনভূঞায় তিনটি স্থানে গাছ ফেলে ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর সড়ক অবরোধ করেছে দূর্বৃত্তরা।

জানা গেছে, খালেদা জিয়া কক্সবাজার যাওয়ার পথে দলীয় নেতাকর্মীরা গজারিয়ার ভবেরচর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দলীয় নেত্রীকে স্বাগত জানতে অপেক্ষা করছিলেন। এসময় আওয়ামী লীগ নেতাকর্মীরা খালেদা জিয়ার কক্সবাজার সফর বাধাগ্রস্ত করতে সড়ক অবরোধ করেন। এ সময় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

ফেনীর বিএনপি নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, খালেদা জিয়ার কক্সবাজার সফর উপলক্ষ্যে বিএনপি নেতাকর্মীরা তাকে স্বাগত জানাতে ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থানের প্রস্তুতি নিয়েছে। এ কারণে স্থানীয় প্রসাশন গত রাত থেকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করেছে। এছাড়াও খালেদা জিয়ার আগমন উপলক্ষ্যে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা শনিবার সকাল থেকে রাস্তায় গাছ ফেলে সড়ক অবরোধ করে রেখেছে। বর্তমানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ রয়েছে।

উল্লেখ্য, শনিবার (২৮ অক্টোবর) সকাল ১০টা ৪০ মিনিটে গুলশানের বাসা থেকে তিনি রওনা হন বলে জানিয়েছেন চেয়ারপারসনের প্রেসউইং সদস্য শামসুদ্দিন দিদার।

এ সময় তার গাড়ি বহরে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন।

জানা যায়, চেয়ারপারসনের আগমন উপলক্ষে দলের নেতাকর্মীরা উজ্জ্বীবিত। এমনকি সাধারণ মানুষজনও উজ্জ্বীবিত। এদিকে আগেই কক্সবাজারে পৌঁছে গেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ।