নুসরাত পাইরিন :
পুুলিশই জনতা, জনতাই পুলিশ। এই শ্লোগান নিয়ে প্রতি বছর এই দিনে পালিত হয় কমিউনিটি পুলিশ ডে । অপরাধ দমনে কেবল পুলিশের আন্তরিকতাই যথেষ্ট নয়,প্রয়োজন জনগনের সহযোগিতা,সম্পৃক্ততা ও সচেতনতা। এই লক্ষ্য নিয়েই সকাল ১০টায় আলোচনা সভা অনুষ্টিত হয় কক্সবাজার বিয়াম অডিটরিয়ামে। এ উপলক্ষে এক বর্ণাঢ্য আনন্দ র্যালি বের হয়। র্যালিটি জেলা পরিষদ থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে।
আজ (২৮ অক্টোবর)বর্ণাঢ্য আয়োজনে অনুষ্টিত উক্ত র্যালিতে কক্সবাজারের কমিউনিটি পুলিশ স্বতস্ফুর্তভাবে অংশ গ্রহন করে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি। সভাপতিত্ব করেন পুলিশ সুপার ড.এ কে এম ইকবাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আলী হোসেন,জেলা প্রশাসক কক্সবাজার, এডভোকেট সিরাজুল মোস্তফা,সভাপতি.বাংলাদেশ আওয়ামীলীগ কক্সবাজার জেলা , মুজিবুর রহমান চেয়ারম্যান,সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ কক্সবাজার জেলা, এডঃ আমজাদ হোসেন,সভাপতি.কমিউনিটি পুলিশিং, কক্সবাজার। অনুষ্টানে কক্সবাজার থানা পুলিশের কর্মকর্তা,উপজেলার বিভিন্ন ইউনিয়নের মেম্বার,গ্রাম পুলিশ,স্কুলের ছাত্রছাত্রী সহ সর্বস্তরে জনতা অংশ নেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।