ইমরান হোসাইন, পেকুয়া:
পেকুয়ায় মোঃ আফজাল নামের এক দুর্ধর্ষ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে উপজেলার রাজাখালী ইউনিয়নের সুন্দরী পাড়া এলাকার মোহাম্মদ শরীফের ছেলে। শনিবার (২৮অক্টোবর) ভোরে পেকুয়া থানার উপ পরিদর্শক (এসআই) উত্তম কুমার সরকারের নেতৃত্বে একদল পুলিশ তাকে তার বাড়ী থেকে গ্রেপ্তার করেন।
পেকুয়া থানার উপ পরিদর্শক (এসআই) উত্তম কুমার সরকার বলেন, তার বিরুদ্ধে খুনসহ ডাকাতি, ডাকাতির প্রস্তুতি, অস্ত্র, চাঁদাবাজি, পুলিশ এসল্ট সহ ছয়টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে সে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে তার বাড়ী থেকে গ্রেপ্তার করা হয়। পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম খান বলেন, দুর্ধর্ষ ডাকাত আফজাল দুই দশক ধরে ডাকাতিতে জড়িত। গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।