হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ:
টেকনাফ সদর ইউনিয়নের হাতিয়ারঘুনা মাহমুদিয়া বালিকা মাদ্রাসা প্রাথমিক শিক্ষা সমাপণী পরিক্ষায় শতভাগ পাশ করে রীতিমত তাক লাগিয়ে দিয়ে এবার মেধা বৃত্তি তালিকায়ও অভাবনীয় শ্রেষ্টত্ব অর্জন করেছে বলে জানা গেছে। ২০১৬ সালে অনুষ্টিত প্রাথমিক শিক্ষা সমাপণী পরিক্ষায় ২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ২০ জনই পাশ করে। তম্মধ্যে ১৩ জনই বৃত্তি পেয়েছে। এর মধ্যে ৪ জন ট্যালেন্টপুল এবং ৯ জন সাধারণ গ্রেড লাভ করে। বোর্ডের ওয়েব সাইটে অতি সম্প্রতি এ তালিকা প্রকাশ করে। ২৭ অক্টোবর রাতে মাদ্রাসার পরিচালক হাফেজ মাওঃ জামাল হোসাইন অভাবনীয় সাফল্যের এ তথ্য নিশ্চিত করেছেন।
ট্যালেন্টপুলে ৪ জন বৃত্তি প্রাপ্তরা হলেন দক্ষিণ লম্বরী হোছাইন আহমদের মেয়ে হালিমা সাদিয়া (রুল নং-৬৭৫), হাতিয়ারঘুনা হাফেজ মোঃ আয়াছের মেয়ে সুমাইয়া (৬৬৮), দরগারছড়া সিরাজুল ইসলামের মেয়ে নাদিয়া আক্তার (৬৭১), উত্তর লেঙ্গুরবিল অলি আহমদের মেয়ে উম্মে সালমা (৬৭৬)।
সাধারণ গ্রেডে ৯ জন বৃত্তি প্রাপ্ত্রা হলেন হাবিবছড়া মোঃ হোছাইনের মেয়ে রুমী আক্তার (৬৭৮), হাতিয়ারঘুনা জহির আহমদের মেয়ে কামরুন্নাহার (৬৮৫), হাতিয়ারঘুনা আবদুল আমিনের মেয়ে আসমা সুলতানা (৬৮৪), উত্তর লম্বরী জাহেদ হোসেনের মেয়ে আয়েশা সিদ্দীকা (৬৭৪), জাহালিয়াপাড়া জালাল আহমদের মেয়ে শিফা মুন্নী (৬৮১), উত্তর লম্বরী হাকিম আলীর মেয়ে আক্তার মুন্নী (৬৬৯), মিঠাপানিরছড়া সৈয়দ হোসেনের মেয়ে সাবিনা আক্তার (৬৮৩), জালাল আহমদের মেয়ে রেহানা আক্তার (৬৮২), উত্তর লম্বরী আবদুর রশিদের মেয়ে আকলিমা (৬৭০)।
মাদ্রাসার পরিচালক হাফেজ মাওঃ জামাল হোসাইন (০১৮১৯০৯৭৯১০) বলেন ‘২০১৪ সালের ১ জানুয়ারী বালিকা শাখা চালু করা হয়। বর্তমানে আয়েশা সিদ্দীকা, কানেতা নুসরাত, রুমানা আক্তার রুমী, সেলিনা আক্তার, হাজেরা আক্তার, রাজিয়া আক্তার শিক্ষিকা হিসাবে কর্মরত রয়েছেন। চলতি শিক্ষা বছরে ৪র্থ শ্রেনীতে ৫৮ জন, ৫ম শ্রেনীতে ৫১ জন, ৬ষ্ট শ্রেনীতে ৪৪ জন, ৭ম শ্রেনীতে ২১ জন শিক্ষার্থী রয়েছে। মাদ্রাসা প্রতিষ্টার পর থেকেই শিক্ষক-শিক্ষিকাগণের আন্তরিকতা, অভিভাবক ও পরিচালনা কমিটির নিবীড় তদারকির কারণে ভাল ফলাফল অর্জন করে আসছে। একটি প্রতিষ্টানের ২০ জন পরিক্ষার্থীর মধ্যে ৪ জন ট্যালেন্টপুলসহ ১৩ জনের বৃত্তি লাভ বিরল ঘটনা। আগামী কয়েক দিনের মধ্যেই আনুষ্টানিকভাবে বৃত্তিপ্রাপ্ত সকল শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হবে’।