সংবাদ বিজ্ঞপ্তি
হুফফাজুল ক্বুরআন ফাউন্ডেশন কক্সবাজার জেলার নব নির্বাচিত (২০১৭-২০১৯) সেশনের কার্যকরী কমিটির অভিষেক ও প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর বিকাল সাড়ে ৪টায় শহরের সদর মোকাম সংলগ্ন চেমন সমশের ইসলামীয়া মাদ্রাসায় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাফেজ মাওলানা ইউনুস ফরাজী।
সাধারণ সম্পাদক এডভোকেট রিদওয়ানুল কাবীরের সঞ্চালনায় সভার শুরুতে ক্বুর’আন তেলাওয়াত করেন চেমন শামসের ইসলামীয়া মাদরাসার ছাত্র মোঃ সাবিত।
এতে ইতিপূর্বে গঠিত নব কমিটির বিগত কয়েক দিনের কার্যক্রমের বর্ণনা দেন সাংগঠনিক সম্পাদক অধক্ষ্য এইচ এম জামাল উদ্দিন তৌহিদ। ইতিমধ্যে চকরিয়া উপজেলা কমিটি এবং বেশ কয়েকটা ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে যা পত্র পত্রিকায় এসেছে। জুমাবার সকালে কক্সবাজার পৌরসভা আহবায়ক কমিটি গঠন ও ঘোষনা করা হয়। এছাড়া ও চকরিয়া উপজেলা হিফজুল ক্বুরআন প্রতিযোগিতার তারীখ ঘোষনা করা হয় এবং উখিয়া, টেকনাফ ও পেকুয়া উপজেলা আহবায়ক কমিটি গঠনের তারিখ ঘোষনা করা হয়। ঐতিহ্যবাহী কক্সবাজার জেলা হিফজুল ক্বুর’আন প্রতিযোগিতা অনুষ্ঠান নিয়ে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন- সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ এইচ এম জামাল উদ্দিন তাওহীদ, সহ-সাংগঠনিক সম্পাদক খুরুস্কুল রুহুল্লার ডেইল তালিমুল ক্বুর’আন মাদ্রাসার প্রিন্সিপ্যাল মাওলানা আলী হায়দার, সিনিয়র সহ সভাপতি হাফেজ মাওলানা মুবিনুল হক্ব, সহ সভাপতি নুরুল্লাহ, সাধারন সম্পাদক এডভোকেট হাফেজ রিদওয়ানুল কাবীর, সহ সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মিসবাহ উদ্দিন, অর্থ সম্পাদক হাফেজ মাওলানা আমীনুর রাশীদ, শিক্ষা সম্পাদক হাফেজ মাওলানা ক্বারী আলমগীর হোসাইন, সহ শিক্ষা সম্পাদক হাফেজ মাওলানা নাসির উদ্দিন, প্রচার সম্পাদক হাফেজ মাওলানা উমর ফারুক, সদস্য হাফেজ মাওলানা শাহাদাত হোসাইন। উল্লেখ্য, আগামী ২৫ জানুয়ারী ১৮ ইং বৃহস্পতিবার সাংস্কৃতিক কেন্দ্রে ককসবাজার হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের নবনির্বাচিত কমিটির প্রথম সভা
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।