নিজস্ব প্রতিবেদক
উলামা কাউন্সিল অব ইতালী ব্যবস্থাপনায় রোহিঙ্গাদের মাঝে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ করেছে। শুক্রবার সকাল থেকে উখিয়া কুতুপালং এবং পালংখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় অস্থায়ী শরণার্থীদের মাঝে এই ত্রাণ বিতরণ কার্যক্রম করেন।
এসময় উপস্থিত ছিলেন- ইতালী থেকে আগত উলামা কাউন্সিলের সাধারণ সম্পাদক মাওলানা রহমত উল্লাহ কাশিমী, যুগ্ম-সাধারণ সম্পাদক মো: নাঈম হোসাইন রাহমানি। উপস্থিত ছিলেন- মুফতি নুরুল হুদা রাহমানি, মো: মৌলানা আব্দুল করিম, হাফেজ শোয়েব, মো: মাহাবুব, মুজাহিদুল ইসলাম, এবং মো: আবু মুসা প্রমূখ।
এসময় সংগঠনটির সাধারাণ সম্পাদক মাওলানা রহমত উল্লাহ কাশিমী বলেন, বাংলাদেশ একটি অসম্প্রদায়িক দেশ। এই রোহিঙ্গা ইস্যু নিয়ে কোন অশুভ শক্তি যেন এদেশের সম্প্রতির উপর আঘাত হানতে না পারে, সে জন্য সবাইকে সজাগ থেকে নির্যাতিতদের পাশে দাড়াঁনোর আহবান জানান। তিনি আরো বলেন, দেশের আলোচিত রানা প্লাজা ট্রেজেডিতেও তারা ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়িয়ে ছিলেন। ভবিষ্যৎতেও এদেশের যে কোন বিপদে তারা অসহায় ও নির্যাতিত মানুষের পাশে থাকবেন। এছাড়া নির্যাতিত রোহিঙ্গাদের এদেশে আশ্রয় দিয়ে দেশ নেত্রী শেখহাসিনা যে বিশ^ মানবতার নেত্রী হিসেবে দৃষ্টান্ত স্থাপন করেছে তা এদেশে ইতিহাস হয়ে থাকবে। এই জন্য সংগঠনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। তাদের এই কার্যক্রম আগামি রোববার পর্যন্ত অব্যহত থাকবে। তার জন্য প্রশাসন ও স্থানীয় সচেতন মহলের সহযোগিতা কামণা করেন।