সংবাদদাতা:
কক্সবাজার শহরের কলাতলী হোটেল মোটেল জোনের এক ব্যবসায়ীর উপর স্বশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে ওই ব্যবসায়ী গুরুতর আহত হয়েছে। তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত পর্যটন ব্যবসায়ীর নাম আশরাফুল আলম (৩৫)। তিনি শহরের বাহারছড়া এলাকার বাসিন্দা এডভোকেট নুরুল আলমের ছেলে এবং হোটেল ওয়ার্ল্ড বীচ রিসোর্টের প্রধান নির্বাহী। পেশায় তিনি আইনজীবিও। ২৬ অক্টোবর সন্ধ্যায় নিজ হোটেলে ঢুকে হামলা করে সন্ত্রাসীরা। ঘটনায় জড়িত কেউ আটক হয়নি।
আহত এডভোকেট আশরাফুল আলম বলেন, খোরশেদ আলম নামে এক ব্যক্তির নেতৃত্বে ৫/৬ জনের একদল স্বশস্ত্র সন্ত্রাসী অতর্কিত তার উপরে হামলা করে। এতে তিনি গুরুতর আহত হন। এসময় নগদ ২০ হাজার টাকা, ব্যবহারের ঘড়ি, স্বর্ণের চেইনসহ মূল্যবান অনেক কিছু লুট করা হয়। খবর পেয়ে স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। কক্সবাজার সদর মডেল থানার ওসি রনজিত কুমার বড়ুয়া খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেয়ার কথা জানান। তবে, পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় পুলিশ মামলা নিচ্ছেনা বলে অভিযোগ করা হয়।
এ ঘটনার জন্য আবাসিক হোটেল মালিকরা নিন্দা জানিয়েছে। একই সঙ্গে এঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।