রিয়াজ উদ্দিন, পেকুয়া:

পেকুয়া উপজেলার টইটং এডুকেশন ফাউন্ডেশন(টেফ) এর মেধা বৃত্তি পরীক্ষা/১৭ইং সম্পন্ন হয়েছে। ২৭ অক্টোবর শুক্রবার সকাল ১০ টায় পৃথক ৩ টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিক পর্যায়ে টইটং এডুকেশন ফাউন্ডেশন মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন করেছেন। প্রথম শ্রেনী থেকে ৫ম শ্রেনীর শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশগ্রহন করেছে। পৃথক ৩ টি কেন্দ্রে এ পরীক্ষা হয়েছে। টইটং ইক্বরা স্কুল এন্ড কলেজ, টইটং উচ্চ বিদ্যালয় ও পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রায় ৫৫০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করেছেন। পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন আবুল হাসেম, টইটং ইক্বরা স্কুল এন্ড কলেজে কেন্দ্র সচিব ছিলেন মাষ্টার দলিলুর রহমান, টইটং উচ্চ বিদ্যালয়ে কেন্দ্র সচিব ছিলেন রাশেদুল ইসলাম। এ সময় কেন্দ্র পরিদর্শন করেছেন টইটং এডুকেশন ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ উল্লাহ ফিরোজ, টইটং ইউনিয়নের চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী, টেফের নির্বাহী সদস্য লায়ন নুরুল আবছার, টেফের সহসভাপতি শহিদুল্লাহ চৌধুরী বাচ্চু, সাধারন সম্পাদক লায়ন নাছির উদ্দিন, পরীক্ষা কমিটির সমন্বয়কারী মাষ্টার জয়নাল আবদীন, সহ সচিব আবদুল মজিদ, টেফের অর্থ সম্পাদক মকবুল আলী, নির্বাহী সদস্য এ,এইচএম আতাউল্লাহ, আবদুল মাবুদ, কিন্ডার গার্টেন শিক্ষক কল্যান সমিতি পেকুয়া উপজেলা শাখার সম্পাদক কমরুদ্দিন, টেফের সদস্য কাউসারা বেগম প্রমুখ।