মুুহিববুল্লাহ মুহিব:
কক্সবাজার-টেকনাফ আরকান সড়কে ট্রাকের ধাক্কায় মোহাম্মদ উল্লাহ (৫০) ও বাদশা মিয়া নামে হিউম্যানহলারের দুই যাত্রী নিহত হয়েছে। এসময় ৮ জন গুরুতর আহত হয়েছে। শুক্রবার সকাল ৮টায় আরকান সড়কের রামুর রাবেতা ব্রীজের পাশে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ উল্লাহ খুনিয়াপালং ইউনিয়নের গোয়ালীপালং এলাকার টান্ডা মিয়ার ছেলে ও বাদশা মিয়া মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের বড়খোলা এলাকার বশির আহমদের ছেলে। তারা দুই জনেই শুটকি ব্যবসায়ী ছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রামু তুলাবাগান হাইওয়ে পুলিশের ওসি মুজাহিদুল ইসলাম জানান, সকাল ৮টায় টেকনাফগামী একটি দ্রুততগতির ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি হিউম্যানহলারকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে হিউম্যানহলারটি দুমড়ে-মুচড়ে পাশের খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই হিউম্যানহলারের দুই যাত্রী নিহত হয়।
আহত অবস্থায় ৮ জনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে তিনি জানান। জনতা ধাওয়া করে ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।