মোঃ নাজিম উদ্দিন, দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের সাতকানিয়ায় পৌরসভার উদ্যোগে দু’দিন ব্যাপী কর মেলার আয়োজন করা হয়েছে। গত ২৬ অক্টোবর পৌর কার্যালয়ের প্রাঙ্গনে কর মেলা উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল ৯টায় সাতকানিয়া পৌর মেয়র মো. জোবায়ের এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্টানে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নুরুল আবছার চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান, পৌর সচিব রেজাউল করিম, কাউন্সিলর এনামুল কবির, মো. আলী, একে এম মোরশেদ, মো. নুরুল হক, আব্দুল মালেক, মোহাম্মদ সাইফুল আলম, নেচার উদ্দিন আহমদ চৌধুরী, মো. সাইফুদ্দিন দুলাল, মো. মোজাম্মেল হক ভোলা, মাসুমা বেগম, হাসিনা আকতার ও শিকু আরা বেগম। এসময় মেয়র মো. জোবায়ের বলেন, পৌর বাসিদের পৌর কর প্রদানে উদ্বুদ্ধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মেলার আয়োজন করা হয়েছে। এতে জনগণের ব্যাপক সাড়া পেয়েছি। প্রথম দিনেই ২ লাখ টাকা কর আদায় হয়েছে। দ্বিতীয় দিন শুক্রবার হওয়ায় প্রথম দিনের চেয়ে বেশি কর আদায় হবে আশা করি। তিনি বলেন, সবাইকে করের আওতায় আনতে পৌর কর প্রদান প্রক্রিয়াও সহজ করা হয়েছে। সব নাগরিকের দায়িত্ব কর দেওয়া। করের টাকায় উন্নয়ন হবে পৌর এলাকা। কর প্রদান ছাড়া কাঙ্খিত উন্নয়ন সম্ভব না। নিয়মিত কর পরিশোধ করে উন্নয়নে এগিয়ে নেয়ার জন্য পৌরবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

ছবির ক্যাপশান: সাতকানিয়া কর মেলায় বক্তব্য রাখছেন মেয়র জোবায়ের।