হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ:

টেকনাফের হোয়াইক্যংয়ের কানজরপাড়া এলাকার পশু চোরাকারবারী সিন্ডিকেট প্রধান নবী হোছাইন প্রকাশ লাদেনকে আটক করেছে হোয়াইক্যং ফাঁড়ীর পুলিশ। সে কানজরপাড়া মৃত শহর মল্লুকের ছেলে। গরু চোর, ইয়াবা সেবনসহ অবৈধ কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে ২৬ অক্টোবর তাঁকে ১ বছরে কারাদন্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত।
জানা গেছে, ২৫ অক্টোবর রাতে হোয়াইক্যং ফাঁড়ী পুলিশের ইনচার্জ এস আই মোঃ সোহেল মিয়ার নেতৃত্বে একদল পুলিশ হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জরপাড়া গহীণ অরণ্যে অভিযান চালিয়ে তাকে আটক করেন। পরে তাকে থানা হয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের নিকট সোপর্দ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন ছিদ্দিক মোবাইল কোর্ট পরিচালনা করে তাঁকে ১ বছরের সাজা দেন।
উল্লেখ্য, হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জরপাড়ার একটি সিন্ডিকেট রাতের আঁধারে মিয়ানমারে পার হয়ে গরু মহিষ এ পারে নিয়ে আসার গুরুতর অভিযোগ উঠে ওই লাদেনসহ অন্যান্যদের বিরুদ্ধে। তারা গরু মহিষের মালিক চার সহোদরকে বেঁধে ওইসব গরু মহিষ নিয়ে আসে। স্থানীয়রা জানান, ওই চোরাইকারী সিন্ডিকেট দীর্ঘ দিন ধরে মিয়ানমার থেকে চোরাই পথে গরু এনে এপারে বিক্রি করতো। তাঁদেরকে আইনের আওতায় আনার দাবী জানান। হোয়াইক্যং পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এসআই সোহেল মিয়া সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।