ইমরান হোসাইন, পেকুয়া :

কক্সবাজারের পেকুয়ায় ৫০পিছ ইয়াবা সহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটকেরা হলেন, চট্টগ্রামের বাশখালী উপজেলার গন্ডামার এলাকার হাজী নুরুন্নবীর ছেলে নাছির উদ্দিন (২৯) ও একই উপজেলার পুইছড়ি শমসের ঘোনা এলাকার মৃত লেদু মিয়ার ছেলে মোঃ বাবুল (৪৫)।

বৃহস্পতিবার (২৬অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের ধনিয়াকাটা স্টেশন এলাকা থেকে পেকুয়া থানার উপ পরিদর্শক (এসআই) উত্তম কুমার সরকারের নেতৃত্বে একদল পুলিশ তাদের আটক করে।

আটকের সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম খান বলেন, ইয়াবা নিয়ে মোটরসাইকেল যোগে আটকেরা টইটংয়ের বাজারের দিকে যাচ্ছিল। এ গোপন সংবাদের ভিত্তিতে তাদের তল্লাশি চালিয়ে ৫০পিছ ইয়াবা বডি পাওয়া যায়। এসময় তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের প্রক্রিয়া চলছে।