ইমরান হোসাইন, পেকুয়া
পেকুয়ায় নসিমন অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নারী শিশু সহ সাতজন আহত হয়েছে। বৃহস্পতিবার (২৬অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার উজানটিয়া ইউনিয়নের সোনালী বাজারের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পেকুয়া নুর হাসপাতালে ভর্তি করেন।
আহতরা হলেন, পশ্চিম উজানটিয়া এলাকার মোঃ সেলিমের স্ত্রী শাহেনা পারভিন (৩০), তার ছেলে সজীব (৫) সাইদী (৩), একই এলাকার মৃত হরত আলী ছেলে বদি আহমদ (৫০), নতুন ঘোনা পেকুয়ার চর এলাকার আমির হোসেনের ছেলে মোঃ তারেক ও একই এলাকার বাসিন্দা আকবর আহমদের ছেলে অটোরিকশা চালক আমির হোসেন। আহতদের মধ্যে শাহেনা পারভিনের অবস্থা সংকটাপন্ন বলে হাসপাতাল সুত্রে জানা গেছে। আহতদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম খান বলেন, সোনালী বাজারের উত্তর পাশে সড়কের বাক দ্রুত গতিতে অতিক্রম করতে গিয়ে নসিমনটি সিএনজি অটোরিকশার মুখোমুখি হয়ে যায় এবং এ সংঘর্ষের ঘটনা ঘটে। সিএনজি অটোরিকশাটি পেকুয়া বাজার থেকে উজানটিয়া অভিমুখ ও নসিমনটি উজানটিয়া থেকে পেকুয়া অভিমুখে যাচ্ছিল।