আবদুল মজিদ, চকরিয়া:
চকরিয়ায় পূর্বশত্রুতার জেরধরে রাতের আধারে কৃষকের দেড়কানি পরিমানে মরিচ ক্ষেত উপড়ে দিয়েছে দূর্বৃত্তরা। ২৬ অক্টোবর ভোর সকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার পূর্ববড়ভেওলা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সিকদারপাড়ার নয়াকাটা গ্রামে ঘটেছে এ ঘটনা।
ভূক্তভোগী কৃষক পূর্ববড়ভেওলা ২নং ওয়ার্ড সিকদারপাড়া গ্রামের মরহুম ইউসুফ আলীর পুত্র আইয়ুব আলী সওদাগর অভিযোগ করেন, তিনি বর্গাচাষী হিসেবে জনৈক জমিদারের ৩ কানি (৬০ শতক) জমি লাগিয়ত নিয়ে গত আগষ্ট থেকে মরিচের চাষ করেছেন। কৃষি কাজের পাশাপাশি দীর্ঘকাল ধরে সিকদারপাড়া ষ্টেশনে মরিচের পাইকারী ব্যবসাও করেন। মরিচের ব্যবসার পূর্বশত্রুতার জের ধরে স্থানীয় একটি প্রভাবশালী মহলের নির্দেশে ২৬ অক্টোবর ভোর সকাল সাড়ে ৫টার দিকে ১০/১৫ জনের একদল দূর্বৃত্ত দেড় কানি (৬০শতক) পরিমানে মরিচ ক্ষেত উপড়ে দিয়ে নষ্ট করে ফেলেছে। এতে তার অন্তত ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান।
এঘটনায় কৃষক আইয়ুব আলী সওদাগর বাদী চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানায় লিখিত অভিযোগ করছেন বলে জানান,

চকরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ মোঃ আতিক উল্লাহ জানিয়েছেন, কারো সাথে বিরোধ থাকলে ফসলের উপর নির্মমতা চালানো ঠিক নয়। মরিচ ক্ষেত নষ্ট করার বিষয়ে অভিযোগ হাতে পেলে আইনী প্রদক্ষেপ নেওয়া হবে। প্রাথমিকভাবে একজন উপসহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে তদন্ত করা হচ্ছে।