যমুনা অনলাইন :
জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠাকারী, এটাই তথ্যভিত্তিক সত্য বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।
আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে কমিশনের ধারাবাহিক সংলাপ নিয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন সিইসি। বলেন, সংলাপের মাধ্যমে নির্বাচনে আস্থার পরিবেশ তৈরি হয়েছে।
নির্বাচন কমিশনের সংলাপ পরবর্তী এই সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকারের পক্ষ থেকে কোনো ধরনের চাপ আসলে তা আমলে নেয়া হবে না। নির্বাচনের সময় তখনকার পরিস্থিতি বিবেচনা করেই সেনা মোতায়েন করা হবে কিনা সে সিদ্ধান্ত নেয়া হবে।
উল্লেখ্য, বিএনপি’র সাথে নির্বাচন কমিশনের সংলাপের সময় গত রবিবার (১৫ তারিখ) সিইসি কে এম নুরুল হুদা বলেন, জিয়াউর রহমানের নেতৃত্বে বিএনপি প্রতিষ্ঠিত হয়। তাতে অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব যুক্ত হন। এর মধ্য দিয়ে দেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা লাভ করে।
সিইসি’র এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে আওয়ামী লিগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন, সিইসি’র এমন বক্তব্য বিএনপিকে নির্বাচনে আনার কৌশল হতে পারে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।