বার্তা পরিবেশক :

দক্ষিণ চট্টগ্রামের নিবন্ধিত বৃহত্তম স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সায়মুন সংসদ এর কার্য পরিধি আরও বাড়াবার জন্য শাখা কার্যালয় বৃদ্ধি করে থাকে। একসাথে ৫টি পৌর ওয়ার্ড শাখা কমিটির যারা নির্বাচিত হয়েছেন ১। ৬নং ওয়ার্ডের সভাপতি রিয়াদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ রাশেল, ২। ৭নং ওয়ার্ডের সভাপতি দিদারুল আলম, সাধারণ সম্পাদক রমজান আলী । ৩। ৮নং ওয়ার্ডের সভাপতি শাহাদাত হোসেন লিটন, সাধারণ সম্পাদক ওমর হাসান, ৪। ৯নং ওয়ার্ড সভাপতি রায়হান ছিদ্দিকী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ১১নং ওয়ার্ডের সভাপতি এইচএম তারেক আজিজ, সাধারণ সম্পাদক মোঃ আলী, কমিটি অনুমোদনে সংগঠনের পক্ষ থেকে ছিলেন, সংস্থার চেয়ারম্যান অধ্যাপক নুরুল আবছার সিকদার, সাবেক ৮ সভাপতিগণের মধ্যে যথাক্রমে- প্রতিষ্ঠাতা রুহুল আমিন সিকদার, দিদারুল আলম, নুরুল আমিন, কাউন্সিলর ছালামত উল্লাহ বাবুল, এইচএম ইসমাইল ফারুক, এম. নুরুল ইসলাম ভুট্টো, হাফেজ আহমদ জিসান, আবু আদনান সাউদ। সহ-সভাপতি আলা উদ্দিন রবিনের সঞ্চালনায় আরও যারা ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক আনছার উল্লাহ খাঁন, অর্থ সম্পাদক আমিনুর রশিদ (ভারপ্রাপ্ত), ধর্ম বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান কাজল, সংগঠনের অন্যান্য পরিষদ থেকে, ওলামা পরিষদের সাংগঠনিক সম্পাদক মাও: ফারহান উল্লাহ, এ দলের সভাপতি মহি উদ্দিন সিকদারসহ বিভিন্ন ওয়ার্ডের সদস্যগণ। সংগঠনটি ইউনিয়ন পর্যায়ের শাখা গুলো ভেঙে পৌর ওয়ার্ড ভিত্তিক শাখা বাড়ানোর উদ্যোগ নেয়া হয়। যার কারণে, মোট ১০টি শাখার মধ্যে ইউনিয়ন পর্যায়ে ৫টি শাখা বাতিল করেছে বর্তমান কেন্দ্রীয় কমিটি। বাতিলকৃত শাখাগুলো হল- কাঠালিয়া মুরা, লিংকরোড, ঘোনার পাড়া, খরুলিয়া ও কেন্দ্রীয় বাসটার্মিনাল।

বর্তমান ইউনিয়ন পর্যায়ের ঈদগাঁহ, মিঠাছড়ি, খুরুশকুল, ছনখোলা, খুটাখালী এবং সদ্য অনুমোদন প্রাপ্ত ৫টি পৌর ওয়ার্ডসহ সর্বমোট ১০টি শাখা অনুমোদন রেখেছে কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ। সংগঠনের মোট ০৫টি পরিষদ রয়েছে-যথাক্রমে উপদেষ্টা পরিষদ, সাধারণ পরিষদ, কার্যনির্বাহী পরিষদ, ওলামা পরিষদ ও এ দল। কক্সবাজারে ৫নং পৌর ওয়ার্ডে কেন্দ্রীয় কার্যালয় থাকার কারণে আরও বাকী ০৭টি পৌর ওয়ার্ড, কক্সবাজার সদর উপজেলা ছাড়া বাকী ০৭ উপজেলায় ও ০৮টি বিভাগীয় জেলা শহরে শাখা কমিটি প্রক্রিয়াধীন রয়েছে, যা ধাপে ধাপে শীঘ্রই অনুমোদিত হবে। সর্বমোট প্রক্রিয়াধীনসহ ৩১টি শাখা নিয়ে টেকশই উন্নয়ন ও দারিদ্র বিমোচনে মধ্যম আয়ের দেশ ও শান্তিপূর্ণ সুন্দর সমাজ গঠনে স্বেচ্ছায় আর্ত-মানবতার সেবায় সদা নিয়োজিত থেকে সংগঠনের ২১টি লক্ষ উদ্দেশ্য বাস্তবায়ন করতে কাজ করে যাচ্ছে সংস্থাটি। এ গুলো ছাড়া ভবিষ্যতে আর কোন নতুন শাখা অনুমোদনের পরিকল্পনা নেই।