ঢাবি প্রতিবেদক :
ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের যুগ্ন আহবায়ক নাসির উদ্দিন শাওনের উপর হামলা চালিয়ে তাকে গুরুতর জখম করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। আজ দুপুর ২ টা ৫০ মিনিটে টিএসসির রুবেলের দোকানের সামনে ছাত্রলীগের কতিপয় উচ্ছৃঙ্খল নেতাকর্মীরা ছাত্রদল নেতা নাসির উদ্দিন শাওন, স্যার এফ রহমান হল ছাত্রদলের সদস্য সচিব মুমিনুল ইসলাম জিসান,ছাত্রদল কর্মী রবিউল ইসলামের উপর ঝাপিয়ে পড়ে।ছাত্রদল নেতা জিসান অভিযোগ করেন,’ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের প্রত্যক্ষ মদদে টেলিভিশন, ফিল্ম এন্ড ফটোগ্রাফির ইউনিফরম পরিহিত কিছু ছাত্রলীগের কর্মীরা আমাদের উপর হামলা চালায় ‘। নাসির উদ্দিন শাওন কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় শাওন কে হাসপাতালে দেখতে যান ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ন সম্পাদক বায়েজিদ আরেফিন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মেহেদি আল তালুকদার সহ কেন্দ্রীয় ও ঢাবি শাখার নেতাকর্মীরা।