ইফতেখার শাহজীদ, কুতুবদিয়া :
কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় তালিকাভূক্ত আরো এক সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। ২৪ অক্টোবর (মঙ্গলবার) রাত তিনটায় উত্তর ধূরুং ইউনিয়নের সতরুদ্দিন এলাকায় অভিযান চালিয়ে মোঃ তারেক (২৯) নামে তালিকাভূক্ত এক সন্ত্রাসীকে আটক করা হয়। আটক তারেক ওই এলাকার সেন্ট্রাল মাঝির ছেলে।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দিদারুল ফেরদাউসের নির্দেশে এস.আই জয়নাল, এস.আই বদিউল আলম ও এ.এস.আই আলীমসহ পুলিশের চৌকস একটি দল উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের সতরুদ্দিন এলাকায় অভিযান চালিয়ে ওই এলাকার সেন্ট্রাল মাঝির ছেলে মোঃ তারেককে (২৯) আটক করে। তার বিরুদ্ধে অস্ত্র, ডাকাতিসহ চারটি মামলা রয়েছে। সে তিনটি মামলার পলাতক আসামী ছিল বলে ও থানা সূত্রে প্রকাশ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।