মরিয়ম আকতার, পিতা- মো: ইউসুফ আলী, মাতা-মৃত গোলবাহার বেগম, স্থায়ী ঠিকানা- দক্ষিণ মাইজ পাড়া, ঈদগাঁও, কক্সবাজার। বর্তমান ঠিকানা- নজু মিয়া লেইন, পাথরঘাটা, চট্টগ্রাম। বয়স-১৬, উচ্চতা- ৪ ফুট ৫ ইঞ্চি। গায়ের রং- ফর্সা। পরনে লাল রংয়ের থ্রী পিচ। শরীরের গঠন- হালকা-পাতলা। সে চট্টগ্রামের আঞ্চলিক ভাষা ও সাধু ভাষায় কথা বলতে পারে। সে দীর্ঘ প্রায় ৭ বছর ধরে কক্সবাজার পৌরসভাধীন আলীর জাঁহাল এসএম পাড়াস্থ আমার বাড়িতে গৃহকর্মী হিসেবে ছিলো। গত ২৩ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার পর থেকে তাকে খোঁজে পাওয়া যাচ্ছেনা। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাওয়া যায়নি। পরবর্তীতে ঘটনার দিন ২৩ অক্টোবর রাতে আমি গৃতকর্তী জয়নব বেগম বাদি হয়ে কক্সবাজার নিখোঁজ ডায়েরী দায়ের করি(নিখোঁজ ডায়েরী নং-১৩০২)। কোন সুহৃদ ব্যক্তি মেয়েটির সন্ধান পেলে আমার মোবাইল নং-০১৯২১৩০৭৫৫৬ নাম্বারে জানালে উপকৃত হবো।
সন্ধানপ্রার্থী,
জয়নব বেগম
স্বামী- আলহাজ্ব ফজলুল হক
সাং- এস.এম পাড়া, আলীরজাঁহাল, কক্সবাজার
পৌরসভা, থানা ও জেলা- কক্সবাজার।
মোবাইল-০১৯২১৩০৭৫৫৬
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।