সেলিম উদ্দীন, ঈদগাঁও,কক্সবাজার :
চকরিয়া উপজেলার খুটাখালী মেদাকচ্ছপিয়া ন্যাশনাল পার্কের গহিন জঙ্গল থেকে পরিত্যাক্ত অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। গত সোমবার দুপুর আনুমানিক ২টায় জঙ্গল পরিস্কার করার সময় মেদাকচ্ছপিয়া বনবিট প্রহরী আবুল হাশেম রেইন কোট দিয়ে পেঁচানো অবস্থায় অস্ত্রটি দেখতে পেয়ে বিট কর্মকর্তা সৈয়দ আবু জাকারিয়াকে খবর দেন। খবর পেয়ে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে গহিন জঙ্গল থেকে একটি দেশীয় তৈরী কাটা বন্দুক ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করেন।
বিট কর্মকর্তা সৈয়দ আবু জাকারিয়া জানান, ঐসময় তার লোকজন ন্যাশনাল পার্ক অফিসের একটু উত্তরে বাগান এলাকায় জঙ্গল পরিস্কার করছিলেন। একপর্যায়ে বন প্রহরী আবুল হাশেম রেইন কোড পেঁচানো অবস্থায় অস্ত্রটি দেখতে পায়। সাথে সাথে তাকে খবর দিলে তিনি অস্ত্রটি উদ্ধার করেন। পরে চকরিয়া থানা পুলিশকে বিষয়টি অবহিত করা হয়। থানা পুলিশের এস আই কামরুল ইসলাম ঘটনাস্থলে আসলে তাকে অস্ত্র ও গুলি হস্তান্তর করা হয়।
বিট কর্মকর্তা সৈয়দ আবু জাকারিয়ার ধারনা, সঙ্গবদ্ধ কাঠ চোরের দল বন বিভাগের লোকজনের উপর হামলা চালানোর জন্য অস্ত্র মজুদ করেছেন। তিনি আরো জানান, এর পূর্বেও কাঠ চোরেরা ঐ এলাকা থেকে তার ব্যবহৃত ১৩৫ সিসির ডিসকভার মোটর সাইকেল চুরি করে নিয়ে যায়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।