সিবিএন:
মাদককে ‘না’ জানিয়ে হাত উচিয়ে শপথ নিলো রামু উপজেলার ধেছুয়াপালং আলফুয়াদ মাধ্যমিক বিদ্যালয়ের স্কুলের নবম-দশম শ্রেনীর চার শতাধিক শিক্ষার্থী।
এ সময় শিক্ষক ও অতিথিরাও কচি শিক্ষার্থীদের হাতে হাত মিলিয়ে সমাজ থেকে মাদক উৎখাতের প্রত্যয় ব্যক্ত করেন।
মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল ১০ টায় স্কুল মাঠে অনুষ্ঠিত মাদক বিরোধী বিশেষ প্রচারাভিযানে প্রধান অতিথি ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর ধনঞ্জয় চন্দ্র দেবনাথ।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, মাদকের কারণে সমাজ নষ্ট হচ্ছে। মাদকের ছোবলে দেশে বিষ ছড়াচ্ছে। একটি ফুটন্ত জীবন নিভিয়ে এক ফোটা মাদকই যথেষ্ট। সমাজের সকল স্তরে মাদক বিরোধী জনমত তৈরী করতে হবে। সবাইকে মাদকের আইনের কঠোরতা সম্পর্কে জানাতে হবে।
এ সময় স্কুলের প্রধন শিক্ষক মোস্তফা দিদার চৌধুরীসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।