সিবিএন:
জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান এবং পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বুধবার কক্সবাজার আসছেন।
সকাল ১০ টায় সড়ক পথে তিনি উখিয়া ও টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প/বসতি এবং ক্ষতিগ্রস্ত বনাঞ্চল পরিদর্শন করবেন। দুপুরে টেকনাফ বন বিভাগের রেস্ট হাউজে মধ্যাহ্নভোজে অংশ নিবেন।
বেলা আড়াইটায় টেকনাফ থেকে কক্সবাজার এর উদ্দেশ্যে রওয়ানা দিবেন।
বিকাল সাড়ে ৪টায় সড়ক পথে কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করবেন। মন্ত্রীর সফরসঙ্গি হিসেবে রয়েছেন জাতীয় পার্টির (জেপি)র প্রেসিডিয়াম সদস্য কক্সবাজার জেলা পরিষদের প্রথম চেয়ারম্যান এএইচ সালাহউদ্দিন মাহমুদ।
মন্ত্রীর সহকারী একান্ত সচিব মোঃ মেজবাউদ্দিন স্বাক্ষরিত পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।