সংবাদ বিজ্ঞপ্তি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আগামী ২৯ অক্টোবর উখিয়া আসছেন।
এ উপলক্ষ্যে বুধবার বিকাল ২ টায় সাবেক এমপি শাহজাহান চৌধুরীর বাসভবনে উখিয়া উপজেলা বিএনপি ও সকল অংগ সংগঠন সমুহের যৌথ সভা অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জেলা বিএনপির সভাপতি, সাবেক হুইপ শাহজাহান চৌধুরী।
যৌথ সভায় বিএনপি, সকল অংগ সংগঠন সমুহের উপজেলা কমিটির সকল সম্মানিত কর্মকর্তা ও সম্মানিত সদস্য বৃন্দ এবং অত্র উপজেলাধীন সকল ইউনিয়নের বিএনপি ও সকল অংগ সংগঠন সমুহের সুপার ফাইভ এবং ওয়ার্ড কমিটির বিএনপি ও সকল অংগ সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক কে যথাসময়ে উপস্থিত থাকার জন্য উখিয়া উপজেলা বিএনপির সভাপতি, উপজেলা চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী ও উপজেলা সাধারণ সম্পাদক, উপজেলা ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ চৌধুরী বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। উপজেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক সেলিম উদ্দিন সিরাজী এই তথ্য নিশ্চিত করেন।