ইমরান হোসাইন, পেকুয়া :
কক্সবাজারের পেকুয়ায় আবু ছৈয়দ(৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সে উপজেলার রাজাখালী ইউনিয়নের মৌলভী পাড়া এলাকা শাহ আলমের ছেলে।
সোমবার (২৩অক্টোবর) রাত ৯টার দিকে তার বাড়ী থেকে পেকুয়া থানার উপ সহকারী পরিদর্শক (এএসআই) ফয়সাল উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ তাকে আটক করে। এসময় তার বাড়ীতে বিক্রির জন্য মজুদকৃত ২০লিটার চোলাই মদ জব্দ করে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম খান বলেন, আবু ছৈয়দ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে মাদকদ্রব্য সহ তাকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা (নং ১২) দায়ের করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।