বাগেরহাটের প্রত্নমাটির রত্নপুত্র মোহাম্মদ রফিক। ষাটেরজাতক হাজার বছরের বাংলা কবিতার শব্দসড়কে এই কাব্যকৃষক নিভৃতে বুনন করে চলেছেন পলিমাখা বীজমন্ত্র।
বাংলা কবিতাকে জন্মজনপদের মাটি মানুষ প্রকৃতি নিসর্গ ইতিহাস ঐতিহ্য ও শেকড়-বাকড়কে আশ্রয় করে আন্তর্জাতিকতায় উত্তীর্ণ করায় মোহাম্মদ রফিক এক মুগ্ধ তীরন্দাজ।
বাঙালি জাতীর নিরন্তর বিকাশ ও অন্তহীন বিনির্মাণে বিরলপ্রজ এই শব্দযোদ্ধার শিল্পমোহর ঝন্ ঝন্ করে বাজবে কাল থেকে মহাকালে।
আমাদের এই প্রিয় কবির পঁচাত্তরতম জন্মদিন আজ। সাগরপাড়ের বিস্তৃত ভেলাভুমি থেকে এই প্রবালপুরুষকে জানাই সামুদ্রিক শুভেচ্ছা।
শব্দসমুদ্র
(ভাসমান আড্ডা সংগঠন)
কক্সবাজার।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।