ইফতেখার শাহজীদ, কুতুবদিয়া :
কুতুবদিয়ায় অস্ত্রসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। ২১ অক্টোবর (শনিবার) রাতে পৃথক পৃথক অভিযানে তাদের আটক করে কুতুবদিয়া থানা পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, ২১ অক্টোবর (শনিবার) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের বাঁকখালী গ্রামে অভিযান চালিয়ে একটি বন্দুকসহ করিম বাহিনীর প্রধান যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী কুখ্যাত ডাকাত মাহমুদুল করিম (৪০) প্রকাশ তালু করিমকে আটক করা হয়। আটক করিম ওই এলাকার মোহাম্মদ কালুর ছেলে। সে একটি অপহরণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং তিনটি ডাকাতি মামলায় গ্রেপ্তারী পরোয়ানাভূক্ত পলাতক আসামী। তার বিরুদ্ধে ডাকাতি, অপহরণ সহ মোট ৬টি মামলা রয়েছে। সে দীর্ঘদিন পলাতক থেকে গত শুক্রবার বাড়িতে আসলে তাকে আটক করা হয়।
এছাড়া একই দিনে পৃথক অভিযানে অস্ত্র সহ আরো এক ডাকাতকে আটক করে পুলিশ। শনিবার রাত ১০ টার দিকে অভিযান চালিয়ে উত্তর ধূরুং বকশালী সিকদার পাড়ার আবু তালেবের পুত্র মিজানুর রহমান প্রকাশ সোহাগ (১৯) কে তার বাড়ি থেকে একটি দেশীয় তৈরি এলজি সহ আটক করা হয়। তার বিরুদ্ধে ডাকাতি, বোট পোড়া সহ তিনটি মামলা রয়েছে বলে থানা সূত্রে প্রকাশ।
কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দিদারুল ফেরদাউস বলেন, অন্যায়ের সাথে আপোষ নেই। অপরাধী যত শক্তিশালী হোক ছাড় দেয়া হবে না। মাদক, জুয়া ও সন্ত্রাস দমনে সকলের সহযোগীতা কামনা করেন তিনি।