প্রেস বিজ্ঞপ্তি :

বাংলাদেশ কৃষক লীগ কক্সবাজার জেলা শাখার জরুরী সভা জেলা সহ-সভাপতি নুরুচ্ছফা ছিদ্দিকীর সভাপতিত্বে রুমালিয়ারছড়াস্থ কৃষক লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সভায় ৩০ অক্টোবর কৃষক বাঁচাও, দেশ বাঁচাও সিদ্ধান্ত গৃহীত হয়। ৩ নভেম্বর জাতীয় চার নেতার জেলা হত্যা দিবস যথাযোগ্য শ্রদ্ধার সাথে পালনের কর্মসূচী নির্ধারণ করা হয়। নভেম্বরের প্রথম সপ্তাহে পেকুয়া, উখিয়া, কক্সবাজার সদর ও শহর কৃষক লীগের উদ্যোগে সভা সমাবেশ করবে। সভায় বলা হয় জননেত্রী শেখ হাসিনাকে-২০১৮ সালের নির্বাচনে বিজয়ী করার জন্য তৃণমূলে সকল নেতাকর্মীকে জনগণের সুখ-দুঃখে পাশে থাকার পরামর্শ দেওয়া হয় এবং জনগণের আস্থা অর্জনে সচেষ্ট থাকতে বলা হয়।

সভার প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কৃষক লীগ কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক জেলা আওয়ামী লীগ সহ সভাপতি রেজাউল করিম। জেলা কৃষক লীগ সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন- সহ-সভাপতি মাষ্টার বজলুল করিম, এম.এ হাশেম, মোঃ আনিসুল হক চৌধুরী, রফিক উদ্দিন, জেলা নেতা জাকারিয়া চৌধুরী, মোঃ সেলিম রেজা, ড. ফরিদুল আলম, শহর কৃষক লীগ সভাপতি এশাদুজ্জামান সুমন, সাধারণ সম্পাদক নুরুল আমিন, সদর উপজেলা সাধারণ সম্পাদক সঞ্জিত চক্রবর্তী, সিঃ যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন চৌধুরী, ইয়াকুব আলী ইমন, উখিয়া উপজেলার সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, মোঃ মাহবুব উদ্দিন, মোঃ শরীফ সহ প্রমুখ।