সিবিএন , ঢাবি প্রতিনিধি : আজ অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটের প্রশপত্র ফাঁস, জালিয়াতি এবং ডিভাইস ব্যবহারের অভিযোগে বিভিন্ন কেন্দ্র হতে ১৫ জনকে আটক করেছে ঢাবির প্রশাসন।সিআইডি পুলিশ,প্রক্টরিয়াল বডি এবং হল প্রশাসনের সহায়তায় গঠিত যৌথ টিম অভিযানে অংশগ্রহণ করে।সিআইডির টিম আটক পরীক্ষার্থীদের ব্যবহৃত ইয়ার ডিভাইস,বিভিন্ন ব্যাংকের বিভিন্ন শাখায় আর্থিক লেনদেনের চেক ও তথ্য যাচাই- বাচাই করে তিন জনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পাওয়ায় তাদের কে অধিকতর তদন্তের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে ঢাবি প্রশাসন । এ তিন জন হলেন মহি উদ্দিন রানা ( ২ য় বর্ষ,পদার্থ বিজ্ঞান, শহীদুল্লাহ হল,ঢাবি),আবদুল্লাহ আল মামুন (১ ম বর্ষ,ফলিত রসায়ন, একুশে হল,ঢাবি ) এবং ইশরাফ হোসেন রাফি( ইউল্যাব) ।এ তিন জন কে সি আই ডি পুলিশ হেফাজতে অধিকতর জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে যাওয়া হয়। তাদের বিরুদ্ধে পুলিশ তদন্ত সাপেক্ষে মামলা করবে।বাকি ১২ জন কে প্রক্টর অফিসে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মোবাইল কোর্টের মাধ্যমে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। সাজাপ্রাপ্ত এই বার জন হলেন ১)নুর মো: মাহবুব, ২)ফরহাদুল ইসলাম রাফি,৩)আবদুল্লাহ আল সুকিম,৪)রিশাদ কবীর,৫)আসাদুজ্জামান মিনারুল,৬)ইশতিয়াক আহমেদ, ৭)জয় কুমার সাহা,৮)রেজওয়ানা শেখ শোভা,
৯)মাসুকা নাসরিন, ১০)মো: আরিফুল ইসলাম ১১) নাসিরুল হক নাহিদ এবং ১২) মিরাজ আহমেদ ।উল্লেখ্য,ঘ ইউনিটে ১৬১০ আসনের বিপরীতে আবেদনকারী শিক্ষার্থী ৯৮,০৩৩ জন।আজ সকাল ১০ হতে ১১ টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও। আশেপাশের কেন্দ্রে শান্তপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়।