সোয়েব সাঈদ, রামু:
রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলী হোসেনের উপজেলা বিএনপির উপদেষ্টা এবং চাকমারকুল ইউনিয়ন বিএনপি সদস্য পদ স্থগিত করা হয়েছে। আজ শনিবার (২১ অক্টোবর) রামু উপজেলা বিএনপির সভাপতি সভাপতি এসএম ফেরদৌস, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ফোরকান আহমদ ও সাংগঠনিক সম্পাদক মেরাজ আহমেদ মাহিন চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে আলী হোসেনের এসব পদ স্থগিত করা হয়। রামু উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ফয়েজ উদ্দিন রাশেদ কর্তৃক সংবাদপত্রে প্রেরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
উল্লেখ্য বিগত উপজেলা পরিষদ নির্বাচনে আলী হোসেন বিএনপি সমর্থিত প্রার্থী হিসেবে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করেন। ওই নির্বাচনে তিনি বিপুল ভোটে বিজয়ী হন। সাম্প্রতিক সময়ে তিনি সরকার দলীয় নেতাদের সাথে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। এমনকি তিনি আওয়ামীলীগে যোগদান করছেন বলেও সর্বত্র গুঞ্জন উঠেছে। যা নিয়ে বিএনপি নেতাকর্মীদের মাঝে আলোচনা-সমালোচনা চলছে।