সংবাদ বিজ্ঞপ্তি:
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা মুজিবুর রহমান চেয়ারম্যান বলেছেন, পারিবারিক সম্পর্কে শিথিলতা, বড়দের দুর্নীতিগ্রস্থ হয়ে পড়াসহ নানা কারণে কিশোর, তরুণ ও যুবসমাজে নৈতিকতার অবক্ষয় ঘটছে। আইনের প্রয়োগও অনেক সময় হচ্ছে না প্রভাবশালী মহলের হস্তক্ষেপে। পরিবারে সন্তানের প্রতি দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনতে হবে। মাদকের আগ্রাসন ও তথ্য-প্রযুক্তির অপব্যবহারও বর্তমান প্রজন্মকে নষ্ট করছে। তাই অপরাধমুক্ত সুন্দর সমাজ বিনির্মানে স্ব স্ব স্থান থেকে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ২০ অক্টোবর শুক্রবার রাত ৮টায় বৃহত্তর টেকপাড়া জনকল্যাণ সমাজ নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। বৃহত্তর টেকপাড়া জনকল্যাণ সমাজ নবগঠিত কমিটির সভাপতি গোলাম মাওলা বাবুল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামসুল আলম কেলুর সঞ্চালনায় অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহেশখালী-কুতুবদিয়ার সাংসদ আশেক উল্লাহ রফিক। বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, ঘুনে ধরা সমাজকে তরুণরাই পারে শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে। বড়দের ছত্রছায়ায় থেকে দুর করতে হবে অমানিশার ঘোর অন্ধকার। এরপর দেখা মিলবে ঝলমলে আলোর। অভিষেক অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলম, সহ-সভাপতি মোহাম্মদ রফিক, কোষাধ্যক্ষ আকতার মকছুদ, যুবনেতা আব্দুল গাফ্ফার, তরুণ সমাজ সেবক মিজানুল করিম, নবগঠিত কমিটির সিনিয়র সদস্য ফয়সাল আব্দুল্লাহ, সদস্য ছৈয়দুর রহমান ছদু ও আবদুল জব্বার (জাহাঙ্গীর)। এসময় সমাজের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে ফুল ও ক্রেস্ট দিয়ে অতিথিদের বরণ করা হয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।