নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির এক সদস্যের গতিরোধ করে অস্ত্র ঠেকিয়ে ল্যাপটপ, মোবাইল ও নগদ টাকাসহ স্বর্বস্ব ছিনিয়ে নিয়েছে স্বশস্ত্র দুর্বৃত্তরা। এ সময় তাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয়া হয়েছে।
২০ অক্টোবর দিবাগত রাত ১০ টার দিকে শহরের ঘোনারপাড়া কবরস্থান সড়ক এলাকায় ঘটনাটি ঘটে। ঘটনায় জড়িত কেউ আটক হয়নি। ছিনতাইয়ের শিকার আইনজীবী এএইচএম শাহজাহান জেলা বারের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং স্থানীয় সমাজ কমিটির সাধারণ সম্পাদক।
ছিনতাইয়ের শিকার এডভোকেট এএইচএম শাহজাহান বলেন, অফিসিয়াল কাজ শেষ করে বাড়ী ফেরার পথে একদল স্বশস্ত্র সন্ত্রাসী আমার মোটর সাইকেলের গতিরোধ করে অকথ্য ভাষায় গালমন্দ করতে থাকে। এরপর আমার কাছে কি আছে তা বের করে দিতে বলে। অন্যথায় জানে মেরে ফেলবে বলে হুমকি প্রদান করে। ইত্যবসরে ৫/৬ জনের স্বশস্ত্র দুর্বত্তরা আমার চারিদিকে ঘিরে ধরে। ছিনিয়ে নেয় আমার ল্যাপটপ, মোবাইল, পকেটে থাকা ২৩ হাজার টাকা। এ সময় তারা পুরো এলাকায় ত্রাস সৃষ্টি করে। স্বশস্ত্র লোকদের কারণে পুরো এলাকায় ভীতি সৃষ্টি হয়। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক দোকানদার বলেন, ঘোনারপাড়া এলাকার সাদ্দাম হোসেন নামক এক চিহ্নিত সন্ত্রাসীর নেতৃত্বে ৫/৬ জন স্বশস্ত্র লোক ঘটনাটি ঘটিয়েছে। যাদের সবার হাতে অবৈধ অস্ত্র ছিল। সাদ্দাম হোসেনের বিরুদ্ধে নারী নির্যাতন, অপহরণ, ছিনতাইসহ অনেক অভিযোগ রয়েছে। তার হাত রেেছ শহরের চিহ্নিত সব সন্ত্রাসী বাহিনীর সাথে।
ঘোনারপাড়া সমাজ কমিটির সভাপতি শহীদুল্লাহ বলেন, একজন আইনজীবী যেখানে নিরাপত্ত্বাহীনতায় সেখানে সাধারণ মানুষের কি অবস্থা হবে তা বোঝে আসেনা। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া দরকার।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট জিয়াউদ্দিন আহমদ বলেন, নিজ কর্ম সম্পাদন করে বাড়ী ফেরার পথে একজন আইনজীবী এভাবে ছিনতাইয়ের শিকার হওয়ার খবর খুবই দুঃখজনক। অপরাধীদের ছাড় দিলে আরো মানুষ ঘটনার শিকার হবে।
এ প্রসঙ্গে জানতে চাইলে কক্সবাজার সদর মডেল থানার ওসি রনজিত কুমার বড়ুয়া বলেন, অপরাধ দমনে সার্বক্ষণিক মাঠে সক্রিয় রয়েছে পুলিশ। ঘটনার সঙ্গে সম্পৃক্ত লোকজন খোঁজে বের করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।