ইমরান হোসাইন, পেকুয়া:
পেকুয়ায় বেলাল উদ্দিন (৩৬) নামের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২১অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের ফাঁসিয়াখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পেকুয়া থানার উপ সহকারী পরিদর্শক (এএসআই) ইলিয়াছ শাহ নেতৃত্বে একদল পুলিশ। সে একই ইউনিয়নের কুতুব পাড়া এলাকার মৃত রহমত উল্লার ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনজুর কাদের মজুমদার বলেন, একটি জালিয়াতি মামলায় (জিআর ৪৬/১০) চকরিয়া জেষ্ঠ বিচারক আদালত তাকে একবছর কারাদণ্ড দেয়। কিন্তু এতদিন পলাতক থেকে সে সাজা এড়িয়ে গেছে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।