ইমরান হোসাইন, পেকুয়া
পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙ্গে সাগরের পানিতে প্লাবিত হয়েছে রাজাখালী ইউনিয়নের বকশিয়া ঘোনা ও নতুন ঘোনা গ্রাম। এতে ওই এলাকার চিংড়ি ঘের ও কাচা বসতঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
শনিবার (২১অক্টোবর) দুপুরে বকশিয়া ঘোনা এলাকার উওর পাশে জহিরের দোকানের পিছনে ও পশ্চিম পাশে নেজামের বাড়ীর সামনে বেড়িবাঁধে দুটি আলাদা অংশ দিয়ে জোয়ারের পানি প্রবেশ করে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের দরূণ অত্যধিক জোয়ারের কারণে বেড়িবাঁধে এ ভাঙ্গন দেখা দেয়। এছাড়াও বেড়িবাঁধ উপচে সাগরের পানি ঢুকে ব্যাপক এলাকা প্লাবিত হয়েছে।
রাজাখালী ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ ইসমাইল বলেন, দিনের জোয়ারে পানি প্রবেশ করায় ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়েছে। স্থানীয়দের নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়েছে।
রাজাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছৈয়দ নূর বলেন, বেড়িবাঁধের এসব অংশ খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বেড়িবাঁধ নির্মাণের কার্যাদেশপ্রাপ্ত ঠিকাদারের অবহেলার কারণে বকশিয়া ঘোনা এলাকার বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।