মোহাম্মদ হোসেন, হাটহাজারী:
হাটহাজারী পৌর সদরে মাইক্রোবাসের চাপায় মোহাম্মদ বাসেক মিয়া (৫৮) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে।
ঘাতক মাইক্রোবাসটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ ।
নিহত বাসেক মিয়া হাটহাজারী সদরের মুরগি হাটের নৈশ প্রহরী ছিলেন।
শুক্রবার দিবারাত ৩ টার দিকে দায়িত্বপালন অবস্থায় এ দুর্ঘটনা ঘটে।
তিনি হাটহাজারী পৌর সদরের মধ্যম দেওয়ান নগর বুলবুলি পাড়া ভোলা ড্রাইভারের বাড়ির মৃত বাদশা মিয়া ছেলে।
স্থানীয়রা জানায়, চট্টগ্রাম শহরমুখী দ্রুতগামী একটি মাইক্রোবাস তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বেলাল উদ্দিন জাহাঙ্গীর ঘটনার সত্যতা স্বীকার করেন।