জাহেদুল ইসলাম, লোহাগাড়াঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কন্সটেবল তারেক হত্যা মামলাসহ বিভিন্ন নাশকতার ৬ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী কলাউজান শাহ রশিদীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আ.ন.ম নোমানকে ২০ অক্টোবর শুক্রবার বিকেল ৩টায় চকরিয়া উপজেলার বরইতলী এলাকা হতে গ্রেফতার করেছে লোহাগাড়া থানা পুলিশ।সে আধুনগর ইউনিয়নের মিয়াজির পাড়ার আবদুল মজিদের পুত্র।
থানা সুত্রে প্রকাশ, মাওলানা আ.ন ম নোমান একজন জামায়াত নেতা। দে দীর্ঘদিন ধরে আত্নগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ২০ অক্টোবর দুপুর ৩টায় লোহাগাড়া থানার ওসি মোহাম্মদ শাহজাহান পিপিএম বার’র নির্দেশে থানার এসআই প্রভাত কর্মকার ও এসআই আতিকুর রহমান খাঁনের নেতৃত্বে একটি পুলিশি টীম চকরিয়া বরইতলী এলাকা হতে জামায়াত নেতা মাওলানা আ.ন.ম নোমানকে গ্রেফতার করে থানার হেফাজতে নিয়ে আসে।
লোহাগাড়া থানার ওসি মোহাম্মদ শাহজাহান পিপিএম বার বলেন, মাওলানা নোমান একজন জামায়াত নেতা। তার বিরুদ্ধে পুলিশ হত্যা ও নাশকতা মামলাসহ মোট ৬টি মামলা রয়েছে।
লোহাগাড়ায় ৬ মামলার পলাতক আসামী মাদ্রাসা অধ্যক্ষ গ্রেফতার
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে