শাহিদ মোস্তফা শাহিদ,কক্সবাজার সদর
কক্সবাজার সদরের ঈদগাঁওয়ের এক মাদক সেবীকে সাতদিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।কারাদণ্ড প্রাপ্ত মাদক সেবী বর্ণিত ইউনিয়নের মধ্যম মাইজ পাড়া এলাকার জাবের আহম্মদের পুত্র জসিম উদ্দীন(২১) বলে জানা গেছে। পুলিশ সুত্রে জানা যায়,জুমাবার বিকাল ৩ টার দিকে কলেজ গেইট এলাকায় পরিত্যক্ত একটি ভবনে বসে মাদক সেবন করছিল এমন সংবাদের ভিত্তিতে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃখাইরুজ্জামানের নির্দেশে এএসআই নিজাম উদ্দীন সঙ্গীয়য় ফোর্স অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নোমান হোসাইনের কার্যালয়ে নিয়ে গেলে মাদক সেবনের দায় স্বীকার করায় ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে সাতদিনের কারাদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরন করে।তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃখাইরুজ্জামান জানান,মাদকের বিরুদ্ধ পুলিশ জিরো ট্রলারেন্স।যেখানেই মাদক বিক্রি, সেবন হবে সেখানেই অভিযান চলবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।