প্রেস বিজ্ঞপ্তি :

বিএনপি কারো দয়ায় ক্ষমতায় যেতে চাই না, রাজপথে আন্দোলনের মাধ্যমেই ফয়সালা করবে বলে মন্তব্য করেছেন কক্সবাজার সদর রামু আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবি বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল। তিনি বলেন, দেশের মানুষ বেগম খালেদা জিয়াকে আবারো প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চায়। বিমান বন্দরে খালেদা জিয়াকে সংবর্ধনায় লক্ষ লক্ষ মানুষের স্বতস্ফূর্ত উপস্থিতি তারই প্রমান করে। দেশনেত্রীর এতো জনপ্রিয়তা দেখে আওয়ামীলীগের ভীত নড়বড়ে হয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, দেশের মানুষ আওয়ামীলীগের আসল রুপ চিনতে পেরেছে। জনগণ আর তাদেরকে আর ক্ষমতায় দেখতে চায় না। অবৈধ পথে ক্ষমতায় গিয়ে দেশকে আজ সন্ত্রাস, দূর্নীতি ও লুটপাটের অভয়ারণ্যে পরিণত করেছে আওয়ামীলীগ। তারা এখন দেশের উন্নয়নের চিন্তা বাদ দিয়ে গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্বকে হত্যা করে আবারো নীলনকশার নির্বাচন করে ক্ষমতায় থাকতে যে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে এদেশের মানুষ তা কোন দিনই সফল হতে না। দেশের সকল পর্যায়ের মানুষ এখন বেগম জিয়ার নেতৃত্বে সরকার পতন আন্দোলনের জন্য ঐক্যবদ্ধ আছে। তিনি যুবদলের নেতাকর্মীদের আদর্শ ও ন্যায়ের স্বপক্ষে রাজনীতি করার পরামর্শ দিয়ে, গণতন্ত্র ও দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করার আহবান জানান। গতকাল সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কক্সবাজার শহর শাখার আওতাধীন ৬নং ওয়ার্ড যুবদলের কর্মী সভা ও সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন বিএনপি’র এই কেন্দ্রীয় নেতা। ৬নং ওয়ার্ড যুবদলের সভাপতি ওসমান সরওয়ার আলম রাসেলের সভাপতিত্বে ও শহর যুবদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইলিয়াসের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উদ্ভোধনী বক্তব্য রাখেন পৌর যুবদলের সভাপতি আজিজুল হক সোহেল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর বিএনপি’র সাধারন সম্পাদক রাশেদ মোহাম্মদ আলী, বক্তব্য রাখেন পৌর বিএনপি নেতা জয়নাল আবেদিন, আক্কাছ মিয়া, দিদারুল আলম, প্রধান বক্তা ছিলেন, শহর যুবদলের সাধারণ সম্পাদক মাস্টার জসিম উদ্দিন, বিশেষ বক্তা ছিলেন, পৌর বিএনপি নেতা এ.কে এম মূছা খালেদ, মাষ্টার রফিকুল ইসলাম, দ্বি-প্রহর বড়ুয়া, মোহাম্মদ ইউসূফ, মোহাম্মদ ইলিয়াছ, ফজল আহমদ, সাবের আহমদ, শহর ছাত্রদলের সাধারণ সম্পাদক মিনারুল কবির আল আমিন, শহর যুবদলের যুগ্ম সম্পাদক রাফায়েত হোসেনসহ বিএনপি. যুবদল ও ছাত্রদলের বিপুল সংখ্যক যুবদলের নেতাকর্মী উপস্থিত।