ক্রীড়া প্রতিবেদক:
কক্সবাজার ক্রিকেট একাডেমী ও ঢাকা জিগাতলা ক্রিকেট একাডেমীর ‘সুইফট ট্রাভেল এন্ড ইভেন্ট এরেঞ্জার’ একাডেমী কাপ-১৭ উদ্বোধন হচ্ছে শনিবার। সকাল ৯ টায় কক্সবাজার জেলা পার্ক মাঠে খেলার উদ্বোধন করবেন কক্সবাজার ক্রিকেট একাডেমীর ভবিষৎ কর্ণধার ও ‘সুইফট ট্রাভেল এন্ড ইভেন্ট এরেঞ্জার’ এর পরিচালক রিদুয়ানুল হাসান। এই সময় আরো উপস্থিত থাকবেন ইকরা বীচ হোটেলের পরিচালক হাছান মুরাদ আনাছ, জাহেদ হোসেন, কক্সবাজার ক্রিকেট একাডেমীর কোচ ও পরিচালক লতিফ উল্লাহ চৌধুরী ও জিগাতলা ক্রিকেট একাডেমীর কোচ ইমরান। স্বাগতিক কক্সবাজার ক্রিকেট একাডেমীর সাথে ঢাকা জিগাতলা ক্রিকেট একাডেমী “অঈঅউঊগণ ঈঅচ-১৭” এ তিনটি একদিনের ম্যাচ খেলবে।
কক্সবাজার একাডেমী কাপ শুরু শনিবার
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।