মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার :
ঈদগাঁও বাজারের দক্ষিণ পার্শ্বের সওদাগর পাড়া থেকে বঙ্কিম বাজার পর্যন্ত সড়ক আর আলমাছিয়া মাদ্রাসা সড়কটি যেন বেহাল দশায় পরিণত হয়ে পড়েছে। প্রায়শঃ ঐ স্থানে ছোটখাট দূর্ঘটনা ঘটছে। ঐ স্থান পারাপারের সময় অনেকে বালা মছিবতের দোয়া পড়তে পড়তে ঐ স্থান ত্যাগ করে। অন্যদিকে পরিবহন সেক্টরের ভিন্ন নামে বহু টমটম সমিতি থাকলেও তারাও দেখেও না দেখার ভান করে থাকে। দেখা যায়, বিগত বছর কয়েক দফায় ঈদগাঁও বাজারের ডিসি সড়ক ভূমি অফিস ও চৌফলদন্ডী সড়ক বঙ্কিম বাজার পর্যন্ত এসেই সড়কের কাজগুলি থেমে যায়। ফলে সওদাগর পাড়ার রাস্তার মাথা ও বঙ্কিম বাজার এলাকাটি মানুষের মরণ ফাঁদে পরিনত হয়ে আছে দীর্ঘকাল ধরে । বিশেষ করে সওদাগর পাড়ার রাস্তার মাথাটি জনচলাচলের ঝুঁকিতে পরিণত হয়েছে। নানা সময় কোন না কোন টমটম উল্টে আহতের দৃশ্য চোখে পড়ে। বিগত পক্ষকালে প্রায় ৮/১০টি টমটম দূর্ঘটনায় আহতের ঘটনা ঘটেছে। অথচ ককসবাজারে সিংহভাগ আয়ের উৎস সরকারের কোষাগারে জমা হচ্ছে বৃহত্তর ঈদগাঁও থেকে। ঈদগাঁওর কৃতি সন্তানরা জেলার সর্বোচ্চ স্থানে আসীন হওয়া ব্যাক্তিদের সুদৃষ্টি না থাকায় বাজারের প্রধান সড়কের প্রবেশ পথের এহেন অবস্থা বলে জানান অসংখ্য পথচারী। বৃষ্টি হলে তো আর কথায় নেই। চলাচলে দূর্ভোগ যেন পিছু ছাড়েনা। বর্তমানে বৃহত্তর ঈদগাঁওর অধিকাংশ মানুষজন এ লক্কর-ঝক্কর মার্কা সড়ক পেরিয়ে নানা কাজে কর্মে বাজারমুখী হচ্ছে। তড়িৎ গতিতে এ বেহাল দশায় পতিত হওয়া সড়কটি চলাচল উপযোগী করে তোলার দাবী সর্বস্তরের লোকজনের। ঈদগাঁওবাসী এ দাবীটি পূরণ করতে জেলার উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন। জেলা সদরের বাণিজ্যিক উপ-শহর ঈদগাঁও বাজারের দক্ষিণ পার্শ¦স্থ সড়কটি দিয়ে ঈদগাঁও, জালালাবাদ, পোকখালী, চৌফলদন্ডী, খুরুষ্কুলসহ প্রত্যন্ত গ্রামাঞ্চলের হাজার হাজার লোকজন প্রতিনিয়ত চলাচল করে থাকে। অপরদিকে বিকল্প সড়ক তথা আলমাছিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার পাশ দিয়ে বয়ে যাওয়া সড়কটিতেও বড় বড় গর্তের সৃষ্টি হয়ে মরণ ফাঁদে পরিণত হয়ে পড়েছে। ছাত্রছাত্রীরা ময়লা-আবর্জনাযুক্ত পানি পেরিয়ে দৈনিক তাদের প্রিয় শিক্ষাঙ্গনমুখী হতে হচ্ছে বলে জানায়। এতে করে শিক্ষার্থীদের পরনের ড্রেস বা কাপড়গুলি নষ্ট হচ্ছে প্রতিনিয়ত। সরেজমিন ঘুরে দেখা যায়,ঈদগাঁও বাজারের দক্ষিণ পাশের অকেজো সড়ক আর আলমাছিয়া মাদ্রাসা সড়কটি বর্তমানে চলাচলের অযোগ্য বললেই চলে। কোন বিবেকবান বা সুস্থ মানুষ একবার এসব রাস্তা দিয়ে কোনভাবেই যাতায়াত করলে দ্বিতীয়বার সে আর আসবেনা। এমন অবস্থায় পতিত হয়ে পড়েছে। তাই জরুরী ভিক্তিতে এই দুই গুরুত্ববহ সড়কের মেরামতের দাবী জানান পথচারী, যাত্রী সহ সাধারন লোকজন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।